ভাবীকথক মেঘদূত
সত্যিই কি মেঘদূত বৃষ্টির গন্ধ পায়?
কি অপরূপ তার রুপ রস গন্ধ বর্ণ!
বৃষ্টি ঝড়লে ব্যথা পাই,তাও ধণ্য হই মনে মনে
পুরোনো আকাশ পরে মেঘের কাজল
ভাবীকথক মেঘদূতের বার্তায় সাত সকালে দিগন্ত জুড়ে
ঝাকেঁ ঝাকেঁ ভেসে যাওয়া মেঘের গুরুম গুরুম শব্দ কানে এলো
উথলে উঠলো লেকের জল,পুকুর-নদী উপচে পড়লো সুখে
বসন্তের মৃদু মন্দ মধূর সুর বাতাসে ভরে গেলো পথ।
যখন মেঘ বলছিলো, মা আমি বৃষ্টির গন্ধ পাচ্ছি
নামকরনের স্বার্থকতায় সে আগেই বুঝে যায়...
বৃষ্টি হলেই তার মন খুশীতে বাকবাকুম করে
আমার খুব ভালো লাগছিলো,যদিও আশঙ্কা ছিল অফিস তাড়ায়
মা-ছেলে খানিক সাতসকালের বৃস্টি উপভোগ করে
বেড়িয়ে পড়লাম জীবিকার টানে ছুটে চলায়
গাছ থেকে খসে পড়া অজস্র পাতার মিছিলে
যেন মেঘ হঠাৎ বিকশিত আকাশের স্রোতের জলে ভেসে একাকার
যেন ঝিরিঝিরি বৃস্টির মধ্যে ছাতামাথায় জীবনানন্দ কে দেখতে পেলাম
সংসারে আজও তিনি সবকিছু ভুলে লেনদেনে মত্ত
যেন সক্রেটিস আজও একপশলা চায়ের মতন এক পেয়ালা বৃষ্টির ভাবনায় নিমজ্জিত
দিনের আলো ও অন্ধকারের শব্দেরা বদলে দিয়েছে আমাদেরকেও
মেঘের ভাবীকথকতা আমায় ক্ষণিকের তরে ছুয়ে গেল
যেন নির্ঝরের প্রত্যাশার প্রলোভন খুব নির্ভুল আর প্রাণবন্ত উচ্ছল।