বুকের ভেতর উত্তাল নদী
তবুও পিপাসা নিরবধি...
ভরাস্রোতে বহমান নদীও হয় পিপাসার্ত!
কেমন করে মানুষ ভাবে সে তৃষ্ণার্ত?
কিসের তরে করে সে হাহাকার,
অজান্তে মন কি খোজেঁ বারংবার?
ভাসমান স্রোতের সে পিপাসা,
খুজেঁ ফেরে হারানো ভালোবাসা।
নতুন পথেই নাহয় মনে দিও ঠাঁই,
যে আখিঁতে লুকানো হাসির রোশনাই।
দুজনার ভালো লাগার পিয়াসে
মনের মাধুরী যেন প্রকাশে।
যে মেঘে রয়েছে এত মমতা,
তব বিদ্যুতে তাতে আনে সমতা।
সে আলোর হিয়ায় আনমনে ভেসে,
রচিব আপন ভূবন স্বপ্নেরও দেশে।।