উপর্যুপরি

ভালোবাসি বলেই ঘৃণা করতে পারিনা
তাই গরু রচনাতেই নদীর রচনা লিখি।

যেখানে জননী ছিলো স্কুল মাষ্টার,
উপযোগী ব্ল্যাকবোর্ড, চক, ডাষ্টার
চলমান সততার আকিঁ বুকিঁ ;
আর থাপ্পরের খপ্পরে ভালোবাসা!

আজ বুঝি ছেলেবেলায়
ঘৃণাটাও শেখানো ছিলো জরুরী,
ক্ষমার অসীম ধারণ ক্ষমতাটাও
আটকালো জীবন উপর্যুপরি!