উদভ্রান্তের দিশা
যেন নারী কোনো মানুষ নয়, সে যন্ত্র
সুখের ঠিকানা কষ্টেই মিলে, বাঁচার সেটাই মন্ত্র
সেই সতীদাহের মতন কুসংস্কারকে পায়ে ঠেলে
সব অন্তরায় দূর করে আজও নারী সাম্যের দাবীতে
হাজার বছরের পথে এখনও উল্কাপাত
দীপ্ত স্বপ্ন মহিমা গর্ভে নিয়ে চলমান।
উভয়েরই শ্রদ্ধা সন্মান, রবে জগতে সমান অম্লাণ
স্রোতের বিপরীতে সাতঁরে অনেকেই আজ ক্লান্ত;
তবুও জীবন অনাহূত নয়, মানুষ যেন উদভ্রান্ত।
যেদিন মানুষেতে সুরাসুর ভুলে,
জগৎ খুজেঁ পাবে স্বর্গ নরক
যেদিন রবে না নারী দিবসের প্রয়োজন;
সেদিনই হবে জগৎ স্বার্থক!