খোলা জানালায় আর কখনও চেয়ে দেখবো না
তুমি জানাচ্ছো সুপ্রভাত
মনের আঙিনায় ভরা ফুলে সাজানো বা,
সোনা সোনা ধূলিকনায় বাংলার আঙিনায়
সাগরের সৈকতে বা সবুজের আলপনায়
আর কেউ বুনবে না স্বপ্নের বীজ
জীবন মরন মাঝে সেই সুর যেনো বাজিয়ে
আজ তুমি আপণ ঠিকানায় প্রয়াতঃ
তবু দৃস্টির সীমানায় হারিয়েও
তুমি রবে হৃদয়ে শ্বাসত।
মধুর মধুর মায়ের কথায়
প্রাণ জড়িয়ে রবে সযতনে
তুমি রবে বাংলায় নীরবে
তোমার কর্মে, গানের অমরত্বে