থৈ থৈ মমচিত্তের স্বপ্নাকাশ

চাতকের আকাশে সুরের তৃষ্ণাতে,
নীল খামের কাটা ঘুড়ির কাছে,
নির্ভয়ে বিরহ যেখানে হারে,
সেখানে কেমনে রাখি তারে !

শেষের কবিতার ন্যায় বিদায়হীন
মেঘের ছায়ায় রহস্যময়তায় যে জীবন;
মেঘ হাসলে বা কাঁদলে মনে হবে
যেন স্বপ্নাকাশে ডানামেলা চাতক !

বৃষ্টিভেজা জলছবির পটুয়া হবে তুমি?

হে গোধূলীর শঙ্খচিল, কথা রেখো কিন্তু !
পূর্বাহ্ণ, মধ্যাহ্ন, অপরাহ্ণে জাগাবে চিত্ত ।

যদিও যুগশেষে থেমেছে কলরব কলতান,
অপরজিতার হৃদয়ে অতৃপ্ত প্রেম বহমান।
তবুও তৃষ্ণার্ত হৃদয়ের গানে নাচে মমচিত্ত,
হাসি কান্না হিরা পান্নার তমসাচ্ছন্ন ভুলবৃত্ত।

যদি কোনও আশ্বাসে করি আবারও বিশ্বাস
আশা করি তাঁর পাশেই নেব শেষ নিঃশ্বাস।।