তেমন কেউ
ক'জন বলো বেরোয় দেখতে,
বন্ধুর সুবিধা- অসুবিধা?
কৃষ্ণচূড়ার রক্তিমতার শোভা,
বা,ঝরা বকুলের সুগন্ধের আভা?
ক'জন বোঝে;
শরীরে ব্যথায় রক্ত ঝড়ায়
কষ্ট যেমন দৃশ্যমান,
কথার বানে বিদ্ধ হলে,
হৃদয় খোঁজে ক্ষতস্হান?
তেমন কেউ না পেলে ভাই,
একলা থাকা তাও সই,
স্বাধীনতায় কাটুক জীবন,
সকাল বিকাল রাত্রি গহীন!
মন খারাপের বিকেল বেলায়
হাতটি ধরার কেউ তো নেই,
একটা সময় পেরিয়ে গেলে
একলা সবাই প্রত্যেকেই।।