তাসের ঘর
যৌবনের দিনগুলো
যদিও ফিরবে না কখনও,
তারুন্যের স্মৃতিগুলোও
হারিয়েছে দু'যুগ আগেই।
লুপ্তপ্রায় বাক্যালাপ..
অনুভূতি শূন্য আসনে
অভিমান ভীষন!
বিশ্বাসের বন্ধন শিথিলতায়,
হৃদ-মাঝারে ধরে ক্ষয়।
তবুও যেনো চির ধরতে,
কিছু সময় বাকী..
যেনো ঈশান কোনের সূর্য
এক ঝাঁক চন্দ্রমল্লিকায়
নজর কাড়ে ;
জোৎস্নায় তাসের ঘর গড়ার স্বপ্ন
তাই আজও অমলিন!