সূর্য
যদি সূর্য হও,
তবেই হিমাদ্রির বরফ গলবে;
শূন্যমাঠে স্বপ্নাধাঁরে আতঙ্ক?
স্বপ্ন আর কল্পনা যদি মুখ তুলতো!
হৃদয়ের ব্যথা দূরের ধূলোয় ছেড়ে,
ধ্যানে সব দুঃস্বপ্ন মুছে ফেলে;
হৃদয় আলোকিত হয়ে রয়।
নক্ষত্রেরও একদিন আয়ূ শেষ হয়...
তবে কেন মনের ক্ষুদ্রতা নয়?
সূর্যের মতন অনন্ত সৃজনীর
অমরত্বে ডুবে নব প্রভাত,
আর, মানুষ হয় আলোকিত
তার মনের উদারতায়।।