শুক্লাস্টমীর চাঁদ
রাত্রিতে যখন তারা খসে পড়ে,
লক্ষ নক্ষত্রের বুক থেকে
ঝরে পড়ে ম্রিয়মাণ চাঁদ,
তখন শুক্লাস্টমীর অর্ধচাঁদ
অমাবস্যার আগুনে পুরে অঙ্গার!
সেই অর্ধচাঁদ হাতে নিয়ে
এক আদর্শ ব্রাহ্মণ অর্ধ যৌবনে
শুরু করে পুনঃযাত্রা...
নিশিতের অন্ধকারে মালয় সাগর
তারে দেয়নি দুদন্ড শান্তি;
বাস্তবিকই বঙ্গোপসাগর থেকে
পথিমধ্যে তমসাচ্ছন্ন তেমাসিক,
সিংহল পেরিয়ে সুমাত্রা
ম্যানিলা আর পোলাউনের
এলনিনোতে থামে সে সারেং মন!
এমন সঙ্গী পেলে আর কি চাই?
অপরের জীবন পরিবর্তনের শক্তি
যার হাতের মুঠোয়,
লুটিয়ে পড়ে সে আশ্বাসে,
পার্থিব পূর্ণ চন্দ্রের বিশ্বাসে।।