সুখপাখীর স্বপ্ন
এই মুখরিত জীবনের চলার পথে
যে প্রেম অজানা
যে প্রেম বেদনা জাগায়,
তাকে প্রেম বলে না।
প্রেমের অহংকারে যতই চিৎকার করো,
তুমি কখনোই প্রেমিক হতে পারো না
তোমার মনে প্রেম ছিলোও না কোনোদিন,
যা ছিলো তা ক্ষনিকের মোহ।
মোহগ্রস্ততা কাটিয়ে যে প্রেম
বিবেকের কাছে দায়বদ্ধ, তাঁকে প্রণাম।
বিবেকের দাসত্ব আমিই করি;
যদিও জানি
কি পেলাম কি পেলাম না
সে হিসেব কষার ক্লান্তি বা সময়
তোমার হবে না কোনোদিন!
নেতিয়ে পড়া যৌবনে যুদ্ধ হয় না কমরেড!
শ্লোগানে শ্লোগানে মুখরিত সময়
আজ নির্বাসনে।
বেলা শেষের আগেই যেন বেলা বয়ে যায়
উদাস পথিকের অনেক দূরে যাওয়ার স্বপ্ন
আজ ম্লান বেতফল!
কেউ কষ্ট পেতে ভালোবাসে, কেউ দিতে;
স্বাধীন আমি স্বপ্নবুকে
একাকী চলি..
জানালায় সুখপাখী ডাকে
কিন্তু ধরা দেয় না।