সুখপাখীর বিচরণ
বেদনার চরে আসে
কত জানা অজানা পাখী
তোমার সুখের খবর আনলে,
বলো কোথায় রাখি?
বৃন্তচ্যুত স্বর্গীয় ফুলের সুবাস ভাসে
মৌমাছির মৌ আহরণের কলহাস্যে,
গুণ গুণ গান শুনি যে চরে সকালে;
শণ শণ বায়ু বয়, মেঘ বৃষ্টি বাদলে।
বুকের ভেতর যে নদী ছিলো
তাতে জাগে আনন্দ বেদনার চর;
জোয়ার ভাটার উত্থান পতনে
ফাগুনের কোকিল হাসে সাতকাহনে!
সুপ্তি যদি বাহারের মুক্তো সিন্ধু খোলে
বক-সারস শঙ্খচিল যায় পথ ভুলে,
মেঘ হতে বৃষ্টি না ঝড়লে ,
পথের ধুলা পথেই থাকে পড়ে।
সেথায় জমে আনন্দ-বেদনার চর
খুঁজে ফেরে মুক্তির সোনালী মন্দির,
শীতের অতিথি পাখীর বিচরণ ;
নবজীবনে জাগায় সুখের শিহরণ!