সুখের অপেক্ষা করলে
করতে হবে আজীবন,
নিজেকে সুখী ভাবলেই
শুরু হয় সুখের নবজীবন।

সুখ থাকে অনুভবের গভীরতায়
নবজীবনের আনন্দিত চেতনায়।

আধাঁরের নিমজ্জনে খুজিঁ আলো
জীবনের দৃষ্টিভঙ্গী পজেটিভ ভালো,
মুছে যাবে দুঃখ বেদনার কালো
চাদেঁর মিতালী যে সূর্যের আলো!