সুখ সাধনা

শীতের যেমন প্রয়োজন উষ্ণতা ,
জ্ঞানের কি মূল্য না রইলে মূর্খতা ?

যদি না মুছে অন্ধকারে,
আলো জ্বালো রুদ্ধদ্বারে
না থাকলে দুঃখ বেদনা
মেটে কি সুখ সাধনা?

ফুল নদী কবিতা স্বপ্ন
প্রেম রোমাঞ্চ দায়িত্ব কর্তব্য
সব মিলিয়েই হয় জীবন পূর্ণ
শুভ কামনাতে সংসার ধর্ম।