স্ট্যাটাস

একটা স্ট্যাটাস দিতে চেয়েছিলাম,
অচেনা হৃদয়ের চিরচেনা কষ্ট নিয়ে ।
স্বপ্ন গুলো এখন আর স্বপ্নেও আসে না!
জানি, তোমাদের বড় অদ্ভূত ঠেকে ।

শুনবে কি সে মহাকাব্য ?

আলোর মিছিলে যেন এক
বিপন্ন বিস্ময়ের তিমির অন্ধকার ।
চির উপেক্ষিত বর্ষীয়ান সে নক্ষত্র
হারিয়ে যায় নিয়তির নিষ্ঠুরতায় ।

আঁধারের চাদরে লুকোনো অম্লান তারা
অচেনা পথে আজ দিশেহারা ।
অশান্ত মেঘের নীল বেদনার প্রতিচ্ছবি
শান্ত দীঘির টলমল জলে ভাসে ।  

শ্মশানের চিতায় জ্বলতে থাকা
তীব্র ধোঁয়ার ভ্রান্ত লেলিহান শিখা
যখন গগন পানে ধীরে ধীরে মিলায়
তখনই সপ্তর্ষিমণ্ডলের অঙ্গীরা হারায় ।