শ্রাবণের বাহক!

আষাঢ়স্য দিবসে মেঘের ঘনঘটায়
অমোঘ সংগীতে বৃষ্টি নামে ;
আস্বাদে, আঘ্রাণে, রূপ-রস-বর্ণে
ধরিত্রী পূর্ণতায় ডুবে যায়।

ঘুমন্ত হাড়ে বেজে ওঠে হারমোনিয়াম
আঁকাবাঁকা সুর লয়ে এ কাকে দেখি!
আঁধার-নিকষেও সে ছায়াশীল,  
বট বৃক্ষের তলে ছন্দের কলতান।

অভিলাষের অবকাশ ছাড়াই হাসি
স্বচ্ছ কাঁচের ভালোবাসার গুহায়!
অসীম সুখে দেখি,এ জগত আমার নয়;
আমি শুধু এ শ্রাবণের বাহক মাত্র!

শুধু যাপিত জীবনের ঝরাপাতারা
যেনো আমাকেই তার দলে টানে।।