সৌভাগ্যের দ্বার
মানুষ বিচারে করো বিবেচনা;
বাহিরের কালোরে করো সমালোচনা?
মন ছুঁয়ে দেয় ফাঁকি যে শুভঙ্কর,
অন্তরের কালোই হয় বেশী ভয়ঙ্কর!
বহুদিন পরে চেয়ে দেখি আয়নায়,
সময় ফেলে এক নতুন ভাবনায়;
উথাল পাতাল রুদ্ধ মন করে বিদ্রোহ!
আত্মশুদ্ধি মুক্ত করো নানান সন্দেহ।
ভুলের মাশুল দিয়ে এবার
শত্রু বন্ধু চিনো
দ্বারে দাড়ানো সৌভাগ্যকে
দুর্ভাগ্য না ভাবো।