পৃথিবীতে সত্য প্রেমের নেই কোনো জয়;
কজনে ভালোবেসে সফল বা অপরাধী হয়!
কত ঘৃণা মনে এলে দেয় এত জ্বালা;
কত প্রেম হলে পরে সয় মন উজালা।
চলার পথে ফেলে এসেছি কিছু ভুল
অন্ধ প্রেমের জালে নই আর আকুল।
আমি ভুলতে চাই বর্তমানের এ বিরহ;
গড়তে হবে আমাকেই ভবিষ্যতের সুখাবহ।
জানিনা কতদূর আর কতদূর বাকী সে পথ
আরো অর্ধযুগ নাহয় চলুক পথে সময়ের রথ।
এ ভুল যদিবা অন্য পথের রথ হয়ে আসে ফিরে
বসন্ত বাতাসের দ্বিগুন উচ্ছাসে এ কামনার তীরে;
নির্বাণ প্রদীপ্ত সুখে ভাসবো তখন বিলীন স্বত্তার অন্তরালে
বুকে সমুদ্র ধারণ করে আকাশের আলিঙ্গণ সমান্তরালে।।