স্বরচিত মরীচিকা
ঊনর্জাল বুনি শিরিষ পাতায়,
স্বরচিত মরীচিকায় ভাসে মরুদ্যান
ভাষাময় ভাষাহীনতায়,
মৃদুমন্দ দোদুল্যমানতায়,
সাতরাই উত্তাল মরু স্রোত;
সিদ্ধার্থের মত গৃহত্যাগী হয়ে,
যে জোছনায় তুমি বেড়িয়েছো,
পরগাছা সে জোছনা দেখা মাত্রই;
পৃথিবীর সমস্ত বিবেক কে
প্রশ্নবানে বিদ্ধ করি।
আর,
প্রজন্মের দায় বিস্তৃত হয়
সে স্হবির মরুদ্যান মরীচিকায়!