সপ্তর্ষিমন্ডলের অন্বেষণ
ঘণকালো মেঘের গহীণে ব্যাকুল মন
ভালোবাসার মেঘবার্তা বয়ে যায় এ হৃদয়
নির্ঝর বর্ষাকাব্যের প্রাণদায়ী উদাসী বাসনায়
অনন্ত উদাসী বুক ভেসে যায় গর্জণের তীব্রতায়
অভিমানী বৃষ্টি একদা হাসে রঙধনুর বর্নিল সাতরঙে!
ভুল ভেবো নাকো বন্ধুবর
সহনশীলতা মানে দূর্বলতা নয়।
বর্ষা আর এমন কি!
ডানার নীচে ছানা নিয়ে কাটিয়েছি কত শীত বসন্ত
আজ ভুলে সে ইতিহাস;জীবন-মৃত্যু,বাস্তু সংস্হান!
হারিয়ে গন্তব্যের স্বর্ণচূড়া,অন্ধকারে বেদিশা ঘুরেছি কতকাল
অপেক্ষা নিরন্তর কখন কাটবে অমানিশা
পাইনি আকাশে কোনো সপ্তর্ষিমন্ডলের দিশা!
নিশ্ছিদ্র নিঃসীম নিয়তির ফাঁদে যখন যুদ্ধ শান্তি
নির্বাসনের লুপ্ত তখন সেই অমানিশার ক্লান্তি
প্রভাতের রঙধনুর সাতরঙে পেয়েছি পরিত্রাণ
শখের কবিতায় কবিতায় করি জীবনের অবসান।