স্বপ্নপ্রান্ত
সম্পর্ক বাঁচে সম্মানে;
যেখানে সম্মান নেই..
সেখানে তোমাকে আর ভাবিনা।
ভুল মানুষের জন্যে
যত্নে জমা ফুলগুলো আর
জমিয়ে রাখার কারন দেখিনা।
যুগের পর যুগ
ঘুমহীন রাত বয়ে আনে
একমাত্র জীবনের বহমান মৃত্যু।
হাওয়ায় ভাসা দীর্ঘশ্বাসকে
বাতাস ভেবে ক্লান্ত শ্রান্ত;
আজ যেনো নির্বাসন মুক্তির
নিঃশ্বাসে দেখেছি স্বপ্ন প্রান্ত।