দুঃখকে জয় করতে হলে
বাস্তবতাকে মানো,
আর জীবনকে জয় করতে হলে
বাস্তবতাকে পাল্টাও।
সিদ্ধান্ত তোমার;
বাস্তব জীবনও তোমার।
স্বপ্ন জাগরণের সীমানায়
ছায়াচ্ছন্ন দিশা।
সামাজিক রাঘব বোয়াল
যেন মরুচারীর
পাথরঘেরা পান্হপাদপের দেয়াল।
আর কতকাল রাখবে পোষ্য
দূর্বিষহ বিষাদের পাহাড়,
প্রকাশ্যে এবার ঝাটাও সব
নীল নকশার বাহার।।