"আমি চাই কথাগুলোকে
পায়ের ওপর দাঁড় করাতে।
আমি চাই যেন চোখ ফোটে
প্রত্যেকটি ছায়ার।"
কথাগুলো যে ব্যক্তির অনুপ্রেরণা মূলক বানী
আজ তাঁর জন্মদিন!

শুভ জন্মদিন কার্ল মার্কস!
প্রতিটি মানবের মাঝে লুকায়িত স্বপ্ন চোখে ফুটুক.....তুমি বেচেঁ থাকো অনন্ত মহাকাল!

তোমার তরে,সামান্য নিবেদনঃ

"স্বপ্ন ছায়া

প্রতিনিয়ত অনেক হয় যে জানা,
তবু সাধ জাগে জানার,
মনের এ আবেশ চলুক অবিরত..
শেষ না হোক এ পথ চলার!

শুধু বলি আর শুনি;
কাটুক এপার ওপারের দিনরাত,
মিটুক তব এ মনের অক্লান্ত আশ!
দূর বনবাসে জ্বলি আর জ্বালাই;
ঝড়ুক অঝরা সব রোশনাই!

মনের কোনের শূণ্যতা
জাগুক আর না জাগুক,
মাঝে মাঝে সমুদ্রের ঢেউ
আছড়ে পড়ুক তীরে,
শিহরণ জাগুক কোনো  
মন ভাঙ্গা নীড়ে!

স্বপ্নছায়ার কথারা
ভাসুক আত্মনির্ভরতায়,
যেনো চোখ ফোটে
প্রতিটি স্বপ্ন ছায়ায়!"

ফারহানা নাসরিন
০৫.০৫.২০২১