আগোছালো ভুলো মনে ভাবনার ভরাডুবি
নিস্তব্ধ জোনাকীর আলোয় স্বপ্নের ছুটোছুটি
প্রতি মুহূর্তে মনে স্বপ্নের এক বুক আশা
খুঁজে শ্রান্ত সে, কোথাও নেই ভালোবাসা

একদা এক খেলোযাড় করিল যে পণ
প্রেমের খেলা খেলবে সে বাকী জীবন
গাল ফুলানো রাগ আর মিস্টি মুখের হাসি
বাতাসে ভাসা কন্ঠ আর আকাশকে ভালোবাসি

কত বছরের আবেগ কামনা
মেলেনি এ যাবৎ প্রেমের বাসনা
যা পূর্ণতা পায় মনের মিলন
সুখ স্বপ্নে ভাসা পুলকিত শিহরণ।।