স্বপ্নের মাঝবেলা
সুখ বা দুঃস্বপ্নের তাড়ায়,
ভয়ে ভয়ে জাগি মাঝবেলায়;
ভাসি নানান শূন্যতার স্মৃতিবলয়ে।
তারপর, দু:স্বপ্নকে পাশকাটিয়ে;
মেঘের আড়ালে আকাশ কুসুম কল্পনায়;
আশ্রয় খুঁজি কোনো স্বপ্নপুরীর।
আর সাধ জাগে,
জানালায় দেখা দূরের ঝরা পাতাকে
রাজ্যের প্রশ্নবাণে বিদ্ধ করার।
রঙের আড়ালে কোঁকড়ালে,
সে জীবনের কি কোনো হৃদয় থাকে?
নিকুন্জের হারানো পথে,
জাগে কি হিয়ায় কোনো শঙ্কা?
বিরহ বেদনায় হেমন্তের কি
নেই কোনো অশ্রুসজল বার্তা ?
কে দেয় শান্তনা? কাঁধে রাখে হাত?
তার তো আমার মতন
নেই ভারচুয়েল বন্ধুর ধাত!