আমি আমার হৃদয়ের অন্তঃস্হল থেকে বলছি
হৃদয়ের গ্রন্হিগুলো যে আজও অকেজো
আমাকে তুমি একটিবার এ জন্মে মুক্তি দাও!
আমি আর হৃদযের জোয়ারে ভাসবো না,
এ ধারার হ্যামলকের বিষে মরতে চাইবো না;
দেহে মনে প্রচন্ড জ্বালায় এ বিষে;
বাচিঁ অতীতের অর্থহীন ইতিহাসে।
একে কি বেচেঁ থাকা বলে?
মৃত্যু যেখানে তপস্যার ফসল
জন্ম সেখানে সৌভাগ্যের আকাল।
কেমনে যে কাটে রাত দিন সকাল বিকাল
বহমান শুধু প্রবর্তকের কাল মহাকাল।
স্মৃতিই যেখানে অনন্ত মহাশক্তি
সুস্বপ্ন সেখানে দৈবে পাওয়া মুক্তি।
দহনের ক্ষয়ে যে তিল তিল মরিচিকা,
তেলহীন প্রদীপের সেটাই দীপশিখা ।।