স্বপ্নের বারতা
সকল বাধাঁর অস্ত্র ফেলে কলম তোলো হাতে
ইচ্ছেগুলো জানুক সবাই কি এসে যায় তাতে
তুমি যেনো ভেবোনা
আমার সকল লিখা শুধুই তোমাকে লক্ষ করে
যখন গিয়েছে ডুবে পন্চমীর চাঁদ
আমার তখন মরবার কোনো উপায় ছিলো না।
উপায় যে এখনও নেই....
কঠিন দায়িত্বভারে জর্জরিত আমি
শুধু আমার নিজের জন্যেই লিখি
উত্তরনের পথে লিখার কাছে আমি চিরকাল ঋণী
কখনও কখনও শুভাকাঙ্খীরা বলে আর লিখোনা
ব্যাক্তিগত সব মতামত
মাজে সাঝে তাদের সাথে করি সহমত
কিন্তু কিছুদিন পরেই আবার লিখে ফেলি
তাতে একাকীত্বের যন্ত্রনা কিছুটা রেহাই মিলে
সুখ শোক বিষাদ বা অশ্লেষ যা কিছু জমে
লিখে মাঝে সাঝে মোর ক্লান্তি যেন কমে
কখনও সখনও তাতে পছন্দের জনমত বিদ্যমান
আবার কেউ করে ধর্মীয় গোরামীর অন্ধত্ব প্রদর্শণ!
আশিবিষ দংশনের অভিগ্গতা যার নেই
সে কেমন করে বুঝবে ব্যাথার ভার!
জীবনকে ভালোবাসো জীবনের মত
জেগে বা ঘুমিয়ে স্বপ্ন দেখা চলুক অবিরত।।