সন্তরণ
বসন্তের কলতানে মায়ার বন্ধন,
আদ্রতায় ভাসি এক ডুব সন্তরণ!
ফেলে আসা প্রহরের ছন্দ
রবীন্দ্র নজরুল জীবনানন্দ,
শতদল কলতানের প্রহরে
অনিন্দিতা হাসে নিত্যানন্দ!
কুহুতানে ভাসে রোমান্স;
দেয়ালে দেখি কার ক্যানভাস?
মানব মনের বিচিত্রতা ভাসে,
আহা, সত্যি গো সেলুকাস!
চিতার আগুনে বা উত্তাপে
উচ্ছসিত হয় যে সমাজ;
দগ্ধ বিদগ্ধ অস্হিরতায় রয়,
নিশ্চুপ নি:শব্দ দরাজ!
বিশ্বাসে মিলায় যে বস্তু,
তর্কে বহুদূর,
সন্তরণের আনন্দ সেথা
আমৃত্য মধুর!