সংশপ্তক
প্রীতিলতার কন্যারা লড়াই করে
বাঁচতে বা মরতে
জীবন যুদ্ধে শারিরীক, মানসিক
বা অর্থনৈতিক নির্যাতনে।
পরাজয়ের সম্ভাবনা জেনেও
যে যোদ্ধাহত বীর,
মৃত্যুর বন্ধুর পথে সংশপ্তক হয় সুস্হির;
সেও তো এক অর্থে পরাজিতই
তবু কেন আমরা করি মৃত্যুর পথে লড়াই!
জীবন যুদ্ধ নয়তো শুধু
জয়ের মালা পড়া,
পূজোঁর অন্জলীও কখনও
লাগে পরাজিতেরে দেয়া।
সত্য প্রমাণের অভাবে,
মিথ্যে অভিযোগের ভ্রান্তিতে;
বিশ্বাস ছিলো যে আশ্বাসে;
তা হারায় পলকের নিঃশ্বাসে।
বন্ধু হয়ে আর কেউ ছিলো কি মনে?
কিসের ভয়ে বেলা শেষে আজ
দোষ খুজোঁ পালাবার তরে?
যাও তবে চলে যাও
যদি ডরাও বীর হযে;
জীবন যুদ্ধে সাহস লাগে
জয় বা পরাজয়ে।।