হয়তো মানসিক ভাবে
তুমি অনেকটাই শক্ত,
আমার মতই একা ব্যথা সয়ে
হয়েছো পুরোটাই পোক্ত।
তবুও দায়িত্ব নিয়ে বাচঁতে হলে
আবেগ ভালোবাসার প্রয়োজন।
প্রয়োজন নিজেকে ও সঙ্গীকে মূল্যায়ন।
কখনও ভেবেছো তোমার প্রভাব
কতটা পড়ে সঙ্গীর উপর?
কখনও জানতে চেয়েছো কি
সুখ দুঃখ আনন্দ বেদনা..
তোমার যেমন আছে প্রয়োজন,
তেমন থাকে সঙ্গীরও প্রয়োজন।
বাস্তবকে মানিয়ে নেয়াই জীবন
নিঃশেষ হয় তা এলে মরন।
জানো তো,
নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়
সমস্ত বহতা স্বপ্ন নিথর হয়ে রয়।
একাকী বাচাঁর কস্ট সেই বুঝে
যে হয় একাকীত্বে আড়ষ্ট!