সম্পর্কের সীমারেখা

মুখে নিয়ে অশরীরি তালা ,
কেটে যায় নি:শব্দ জীবন!

সাদা চোখে আমরা যা দেখি,
প্রকৃতার্থে, তাই কি জীবন?
জীবনে জীবন ঘষে আগুন জ্বালি,
পোড়াই সরীসৃপ নিশ্বাসের বিষদাঁত!

হৃদয়ের বারতা বয়ে বয়ে,
গহীণ মনের অমোঘ
অচেতন শব্দের আয়ূতে,
ভাসে মগজে বা স্নায়ূতে।

দিগন্ত বিস্তৃত হৃদয় খুঁড়ে
যদি শোনো মানুষের রূপকথা,
ভেবো, শৃঙখলিত জোয়ারের সাগরে
টেনেছি সে সম্পর্কের সীমারেখা।