কাচেঁর জানালায় বৃষ্টির কড়াঘাত
ঝরে পড়ে নিদারুণ শত অভিমান,
মনের কাচেঁর নানান স্মৃতির ক্ষত
সময়ের ঢেউ একমুখী স্রোতের মত।
দুঃখ করা বারণ
দুঃখ পাওয়াও বারণ;
চোখের জলে বালিশ ভিজিয়ে
রাত কাটানো বারণ,
তাকে মনে পড়াও বারণ।
মুঠোবন্দী অবুঝ বিদ্রোহের
তাই অবসান চাই।
আরও অবসান চাই
শত অভিমানের ক্ষত চিন্হের।
সমস্ত কিছুর অবসান যদি হতেই হয়
তবে নিঃসঙ্গতার বুঝি অবসান নেই?
নাকি এ অবসান সময় সাপেক্ষ মাত্র!
তবু বুঝে নিও আমি ভেসে গেছি
সময়ের স্রোতে.. দূরে.. বহূদূরে।
সেই উজ্জ্বয়নীপুরে।।