সময়ের ছায়া

যদিও ছায়া কখনও
পিছু ছাড়ে না..
আলো ছাড়া ছায়া
দেখাও যায় না।

তবুও যখন
সন্ধ্যারও ছায়া নামে
সকল সঙ্গীত
ইঙ্গীতেই থামে।

তখন হাওয়ায়
এলোমেলো;
ভালো লাগা
স্মৃতিগুলো...

তোমার প্রেমের
ছায়ায় ছায়ায়;
সময় কাটে
মায়ায় মায়ায়।