সময়ের আশা
আজ মনে হয়,
এ সময় আমার না।
পড়ন্ত বিকেলে তোমার সাথে
পাশাপাশি হাতে হাত ধরে
যে সময়টা পেয়েছিলাম
আমি সেই সময় চাই।
ছোট্ট সন্তানটার দুপাশে দুজন
হাত ধরে হাঁটতে চাই।
খুব বেশী আশা কখনও করিনি
কিন্তু এ সামান্য টুকুও মিলেনি ভূবনে।
সময় এখন বন্দী ফ্রেমে।।
যখন সময়
বন্দী ফ্রেমে থমকে ছিলো,
ফ্রানৎস কাফকাও হঠাৎ
একদিন ঘুম ভেঙে,
নিজেকে যেন বোধহীন
জড় কীট ভেবেছিলেন..
আমারও যেমন তেমন
জীবন কাটে জড়ের মতন
কর্মহীন শুয়েবসে ঘুম-জাগরনে ;
বলোতো, লকডাউনে কি
মানুষের শিকড় গজায়?
আমার মাঝে মাঝে নিজেকে
শেকরযুক্ত বৃক্ষও মনে হয়..
যেনো এক জায়গায় স্হির
অপেক্ষা করি রোদ বৃষ্টি
ঝড়ের বাতাসের বরিষন!
নড়াচড়া না করলে
সে আবার কেমন জীবন?
সবাই ই আমরা আবার
বাচঁতে চাই বাচাঁর মতন।
বন্ধুময় নিস্কন্টক জীবন
আবার হবে কর্মঠ কর্মচন্চল
যেখানে পৃথিবী থাকবে
সুস্হ সবল হাস্যোজ্বল।
বিশ্বাস করি, মৃত্যুর আগে
সেদিন একদিন ফিরে আসবে;
যতদূরে যেখানেই সময় থাকুক,
সন্তানের দুপাশে দুহাত ধরে
একবার হলেও আমরা হাটঁবো!