একাকীত্বের বৃষস্কন্ধে রেখে মাথা
সময়ে একদিন শোনাব কবিতা!
যদিও দেখেনা কেউ
কেমনে কাটে সময়
কিন্তু সময় ঠিকই দেখায়
তার অয়োময়!
তখন ক'ফোটা শিশির জলে
ধুয়ে দিও মোর আখিঁপল্লব
ভোরের শীতলতা কাটিয়ে
নতুন সূর্যে যতটা সম্ভব!
সারারাত জেগে শুনো
মোর বন্ধুর পথের কবিতা
স্বপ্ন যেন এক আকাশ ছোঁয়া
বাস্তবতার মনুসংহিতা!
কুয়াশার রুপালী চুম্বনের জাগ্রত আবেগ
অসীম আকাশে দিশেহারা সময়ের উদ্বেগ।।