সময়

যখন অনুভব করি,
ঝড় আর ঝরা পাতাই
বেহুদা অনলে দাঁড়িয়ে;
যেন অদম্য এক
চ্যালেন্জে হেসেছে;
আমিও সময়ের সাথে
ডুবেছি ভেসেছি জ্বলেছি
তবুও টিকে তো আছি !

ইতিহাসে ডারউইন তাই;
উৎসাহ জোগায় সর্বদাই।

নিশ্চয়ই জানেন অন্তর্যামী;
দুর্ভাগ্য জয়ের কেন্দ্রতেও,
খেয়ে না খেয়ে
বাঁচার চেষ্টায় লড়ছি।

বাকী পথটাও কাটিয়ে
একদিন অনায়াসে যখন,
স্মৃতিকথায় ভাসবো;
তোমরা যারা ঝড়ের দিনে
অযথা সমালোচনায় হেসেছো,
বিপদ দেখেও এগোওনি;
মুখের উপর বলেছো,
যোগ্যতাহীণতার কথা।

বিশেষায়িত ভাবে আজ
তাদেরকেই বলছি,
বিধাতার কৃপায়ঃযদি
কখনও সুযোগ হয়
তোমার বিপদে সাহায্যের;
নিশ্চয়ই হাত বাড়াবো
পাহাড় বা সমু্দ্রেও!

তখন ঠিকই বুঝবে
সময়ই হলো একমাত্র
যোগ্যতার মাপকাঠি
মিথ্যে অহমিকা নয়।।