কথার তোপে পরে ফোস্কা
বিদ্বেষী মন বিক্ষুব্ধ আৎকা!
অভিমানী মনের স্তব্ধ দরজায়,
কড়া নাড়ে না কোনো পর্যায়।
একটা বিহিত যেন হয়েছে ফরয
বেচেঁ থাকার তরে মানবতার আরজ,
একবার এগুলে পিছায় তিনবার
সিদ্ধান্তের দেরীতে ভয় সময় হারাবার।
মিলাও অনুভব গভীরতায় সুখ-সাধন,
আনন্দিত চেতনায় গড়ো নবজীবন।
আত্মশুদ্ধি মুক্ততা পায় সন্দেহ;
থামাও উত্তাল মনের বিদ্রোহ।
ক্ষনকাল গড়াবে জীবন বিদেহী আত্মায়
অর্বাচীন স্বৈরাচারিতার হোক অবসান।