সহমতবাদ

সঙ্গে থাকলে সঙ্গী হয়,
বিরুদ্ধে হয় জ'ঙ্গী।
অধিকার চাইলে রা'জা'কার
মেনে নেয় স্বৈরাচার।

স্বৈর শাসকের অত্যাচারে
রাজপথের প্রতিবাদে,
মরে গিয়েও ওরা
প্রজন্মের মুক্তিতে বাঁচে;

আবার কেউ বেঁচে থেকেই মরে,
মরে গিয়ে বাঁচে না;
বাঁচে জীবন্ত লাশের যন্ত্রনায়।
তারা সুইসাইড নোট
লিখে না।

গ্লোবালি, রাষ্ট্র বা সমাজ
তোমরা যাই বলো ,
সব মানুষ মৃত্যুর আগে
নোট লিখা জানে না;
মানে না।।