স্মরণকথা
ক্ষনিকের জন্যে হলেও ডেকেছি বাবা
জন্ম মৃত্যুদিনে মনে জাগে তাই শোভা।
কখনও নিজের মেয়ে ভাবোনি পরের মেয়েকে
অথচ কথা দিয়ে ছিলে সযতনে রাখবে তাকে
সমস্যা নেই নিজের কালো মেয়েতে
শুধু সমস্যা ছেলে বউয়ের কালোত্বে।
কতই না স্ব-প্রদর্শিত সম্মান তার
কখনও বাসার গেটে কখনও দরজায়!
এমনকি,মৃত্যুর পর মাইকে ঘোষনার যে পজিশন,
তা-ও লিখা ছিল প্রাক নির্ধারিত সযতন।
আজ কবরেও ডেজিগনেশন শোভা পায়,
তারাই দেখে যারা শুধু কবর জিয়ারতে যায়।
আজ প্রতিষ্ঠিত প্রবাসী ছেলে মেয়েও
প্রায় ভুলেছে তোমার জন্ম মৃত্যুর তারিখ
আত্মীয়রাও করে না সে মূল্যহীন নীরিখ।
এমনকি তোমার জীবন সঙ্গীও
যাকে রেখেছো, যক্ষের ধন সম্পদ সামলাতে
সেও তো অমর নয়, কিছু নিতে পারবে না সাথে।
প্রতিটি মানুষই একা আসে একা যায়
এ ধরায় কিছুকাল থাকে তার কর্মফল
দু এক যুগেই তার স্বজনরা ভুলে যথা তথা
আর পৃথিবীর মানুষতো অনেক পরের কথা।
তোমার সংসারের যেসব সদস্যকে রেখেছো সুখে
তার চেয়ে বেশী স্মরে যাদের রেখেছো দুখে
কারন,জীবনের পরতে পরতে কঠিন সংগ্রাম
বেদনায় জর্জরিত বঞ্চনার অসম্মান বর্তমান!
যদি তোমার অবিচারে কেউ বঞ্চিত হয়
একবার ভেবেছো কি সে কার দায়?
তবুও শুভ কামনা
যেমন ভালো ছিলে ইহলোকে
তেমনি ভালো থাকো পরলোকে।
হে খোদা, তুমি তারে না চাইতেই,করিও ক্ষমা
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা।।