সিঁথির দায়

সুইসাইড স্কোয়াডের ন্যায় ধ্যান;
নিঃশেষিত হয় নিবেদিত প্রাণ ।

জ়ৌলুসে প্ররোচিত নই বলে,
প্রকম্পিত আলোয় ধুপ জ্বলে।
অর্থহীন বাগাড়ম্বর জীবন ধোয়াশায়..
বিড়ম্বনায় ডুবিনা কোনো হতাশায়।

যেখানে হৃদয় পুরে
এক বোঝা দায়িত্বের ধোয়ায়,
সেখানে প্রেম, না গড়া সংসারে
মেঘ চেড়া সিঁথিতে আঙ্গুল ছোয়ায়।

মনে হয়, এ যেন মুখোশে ঢাকা
আবারও এক মানবতার অবক্ষয়।
স্বার্থোদ্ধারের নবরুপের প্রকাশ,
কৌশলে ধোকার অভিনয়।

লেক-নদী-সাগর-আকাশ
কোথাও নেই কোনো আশ্বাস
ভুলছি আজ মানুষে বিশ্বাস,
তাই আটকে আসে নিঃশ্বাস।।