অসম্ভব এ মানসিক যন্ত্রণার কবে হবে নিস্তার
কেমন করে পেলো এ সমাজ বিস্তার
সর্বোচ্চ বিদ্যাপিঠের শিক্ষিত অবিবাহিত মা
নবজাতক শিশুকে ট্রাঙ্কে আবদ্ধাবস্হায়
কোন সামাজিক অবস্হানে লুকিয়ে হত্যা করে!
কেমন ছিলো তার দশ মাসের একাকী যন্ত্রণা?
সে অবশ্যই মানসিক ভাবে সুস্হ নয়।

কেমন করে পিতা পারে, দায়িত্বহীণতায় পালাতে?
আরে! তোদের যদি সাহসই না থাকে
প্রেমের ফসলকে স্বীকৃতি দিতে
তবে করিস কেন অকালে চাষাবাদ?

উন্নত দেশ হলে, নিদেন পক্ষে আজ
সিঙ্গেল মাদারের একটা স্বীকৃতি তো থাকতো!
এদেশে আমি সিঙ্গেল মাদারের স্বীকৃতি চাই
তবে এমন করে আর কোনো মা বাধ্য হবে না
নাড়ীছেড়া নবজাতককে লুকিয়ে হত্যা করতে

উন্নত বিশ্বে ডিজিটাল বাংলাদেশের আজ কত সুনাম
মন মানসিকতা, সামাজিক, অর্থনৈতিক
ধর্মীয় অবন্হানেরও উন্নয়ন আজ বড় প্রয়োজন।