সীমান্ত ছাড়িয়ে


মনে রেখ প্রিয়,
তোমাদের সব অর্থ বিত্ত ছেড়ে যে
স্বপ্নের আকাশটা ছিড়তে লড়েছি
আজীবন তা আগুন জ্বালার ইতিহাস,
যে আগুন নেভার নয়।
যুগ যুগ ধরে জ্বলছে, জ্বলবে।

তবু শিশির ধোয়া ঘাসে
পা ভিজিয়ে হেঁটে বেড়াবো,
যেভাবে রাতে শহুরে মানুষেরা
পাথরের মতো ঘুমিয়ে যায়,
শীত বর্ষায় দুর্ভোগের প্রহরেও
জাগে না সে সোনালী স্বপ্ন।

ঠোঁটে রোদ বয়ে বয়ে যেন,
পরিযায়ী পাখিরা উড়ে যাবে;
শীত বদলাবে বসন্তের পাতা
ঘাস পার্ক, হাতির ঝিল থেকে
দিয়াবাড়ীর সব আসরকে
নির্জন করে চলে যাবো...

সবার ভালোবাসার সীমান্ত ছাড়িয়ে-
যেখান থেকে আর ফেরা যায় না ।।