সীমাবদ্ধ অসীমতা
ফিরে এসো
আলোতে বা আঁধারে
জোনাকির রাতে,
বা পূর্ণিমার চাঁদে..
ফিরে এসো রজনীগন্ধা,
হাসনা হেনার ঘ্রাণ,
সে গোলাপ যে আঘ্রাণ!
ফিরে এসো
মৃদুমন্দ বসন্ত বাতাস।
ফিরে এসো
শিশিরস্নাত শুভ্র সকাল।
ফিরে এসো
প্রতিটি নি:শ্বাসে
সূর্য ডোবার ক্ষনে,
অশ্বারোহীর তীব্রতার
প্রস্থানের আগে।
ফিরে এসো
বেহিসাবি সময় শিকারি;
অপেক্ষার অসীমতাও
সীমাহীন নয় ভিখারী!
ফিরে এসো
ফুল ঝরার আগে,
অথবা, সে ফুল বাসি হয়ে
ধরায় মিলিয়ে যাবার আগে।।