সিদূঁরে বসন্ত
ঘর পোড়া গরু নাকি
সিদূঁরে মেঘ দেখলে ভয় পায়?
কালের পর কাল বিবর্তনে
অরন্যে রোদনের বসন্ত;
পলাশ কৃষ্ণচূড়ার নির্মল
বসন্তের সন্ধ্যায় হয় শান্ত।
কাল হিসেব অবহেলার যে সন্চয়
আমার কান্না সে কি তোমার নয়?
যদি সবার ছাদ হয় এক আকাশ,
একটা সূর্যই বিলায় সকাল-সন্ধ্যা ;
তব জাগুক প্রাণে নির্মল বাতাস।
কৃষ্ণচূড়ার চাওয়া ফাগুন যেন
মনে লাগায় অনাবিল ঝংকার,
শুকনো হৃদয় প্রান্তরে ঝরে
শিশির ছোয়াঁর অলংকার।।