অনাদি অ্যামিবা থেকে আজকের মানব প্রাণ
ইতিহাস হয়তো ক্রান্তির শব্দ শুনে
শিক্ষা দেয়, আবার পিছুও টানে
কে তুমি শ্যামেরে ডাকো?যেখানে রাধা আছে;
যন্ত্রণার সেই অঙ্কের হিসেব যে মেলে না...!
যদিও উত্তর মেঘ দক্ষিণেও যায়
যক্ষ নই আমি, তবুও কেন নির্বাসনে থাকি
সব বিরহ নিয়ে কাব্য লিখেনি কালিদাস
সব যুগে দুঃখ ভালোবেসেই হয়, প্রেমের ইতিহাস
যে প্রাণের ভিত স্হাপিত হয়েছিল, অরণ্য মর্মরে;
প্রেম ছিল আবেগে, আশ্বাসে আর বিশ্বাসে।
সে প্রেম স্বর্গ থেকে এসে হৃদয়ে অমর নয়,
এক জনমের আশা ভালোবাসা, চোখের পলকেই নিঃশেষ!