শুভ জন্মদিন
জন্মদিন এলে এগিয়ে
থাকি আনন্দে তন্ময়,
অর্ধ বয়সের পরে
মৃত্যভয় জাগে কতিপয় ;
কর্তব্য শেষ করার তরে
বহমান রয় ভয়।।
কদিনই বাচঁবো বলো
দেখবো, জগতের আলো
রচে যাই গাঁথা তব
হোক না তা অভিনব।।
কিছু মেঘ আসে
কত অভিমান ঝরে ঝমঝম,
কিছু অনুভব ভালোবাসা
তবু নামে এ মনে নিরন্তর।
ভালো থাকুক ফুল বকুল
মন তবু হয় আকুল
বহমান কেটে যাওয়া
জীবনের নিয়মে ব্যকুল।
তোল ছিন্নবীণা
বাঁধ নতুন তারে।
ভরে নাও সুর গাও
জীবনেরই জয়গান।
শুভ জন্মদিনে দোয়া,
শুভ হোক আগামীর
যুগল পথ চলা।।