জন্ম-মৃত্যুর মাঝামাঝি জীবন পথের পথিক
পথহারা নই,সব গড্ডালিকা প্রবাহেও সঠিক;
কেমনে ভুলি এ কন্টকাকীর্ণ অনাহার দূর্দিন।
অসীম অপেক্ষায় রই কবে আসবে সে সুদিন
যে প্রেম জ্ঞানে পেয়েছে গভীর আলো
অন্ধকারের মাঝে সে শরণ বেশী ভালো,
যতদিন না শূন্যতায় ষোলকলা পূর্ণ হয়;
ঠিক ততদিন জীবনকাব্যে বাঁচার সঙ্কল্প রয়!