শূন্যতা
বসন্ত বাতাসে বৃষ্টির ছাট
স্বচ্ছতায় ভাসে দীর্ঘশ্বাস,
কাকভেজ়া পাখীর দল
ভোরের আকাশ দেখে না ।
গতিপথ বেসামাল
ভাবনার জাল নাজেহাল,
নিশাচর হয়েও আঁধারে
চড়ে বেড়ায় না;
ক্রন্দন প্লাবনে গতিপথ
বদলায় সম্পর্ক,
মুগ্ধতা, তৃপ্ততা হয়
আবেগ বহির্ভূত ।
সুখস্বপ্নে দৃশ্যমান
পুলকিত শিহরণ,
শূন্যতার জোয়ার ভাসায়
পূর্ণতার সমীরন ।
মনের দূরত্বই করে
বিলীণ অস্তিত্ব।
সবার মাঝে একা বোধই
একাকীত্ব । ।