শূন্য হৃদয়
একসময় সারাদিন কথা হতো,
এখন কথা হয় না যুগ যুগান্তর;
কাটে দু:সহনীয় সময়, মেঘে ভাসা বেলা
দু:স্বপ্নের তাড়ায় ভয়ে ভয়ে জাগি..
মাঝবেলায় ভাসি শূন্যতার স্মৃতিবলয়ে।
তারপর, দু:স্বপ্নকে পাশকাটিয়ে;
আকাশ কুসুম কল্পনায়;
মেঘের আড়ালে আশ্রয় খুঁজি
যখন বরফপুরীর স্বপ্নপুরীতে;
বিদ্ধ হই রাজ্যের যন্ত্রণায়।
তখন বরফ রাজ্যের বৈধব্যে,
কাঁধে হাত রেখে কে দেয় শান্তনা?
তবে কি বৃথা এ জীবনের সাধনা!
জানিনা রঙের আড়ালে কোঁকড়ালে,
জীবনের কোনো হৃদয় থাকে কিনা...