রুপালী চাঁদের কলঙ্ক যেন
আকাশের শোভা
অমানিশার তলদেশে যখন
দৃশ্যমান হয় পূর্ণিমা।
বিকেলে গোলাপ ফোটেনি বলে
নিরব নিথর প্রণয়ের সাতকাহন
অশান্ত ক্লান্ত শ্রান্ত শত পদ চিন্হ
যেন মলিন হাসিতে কাটে সায়াহ্ন।
স্বপ্নের মৃত্যুতে ম্লান হয় দিপাবলী
নিশুতি নিশিতে ব্যর্থ নীপবনের অন্জলী
কৃষ্ণের বাঁশির অভাবে স্মিত অবগুন্ঠন
শূণ্য কলসে যেন বাজে বেশী শিহরণ!